রাজশাহীর পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক মাঠ স্কুলের কার্যক্রমের উপর এক মতবিনিময় অনুষ্ঠান হাতিনাদা আইএফএমসি কৃষক মাঠ স্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মঞ্জুর হোসেন। তিনি আইএফএমসি কৃষক মাঠ স্কুলের কার্যাবলী উপস্থাপন করেন ও উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
মতবিনিময় অনুষ্ঠান উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদুত এইচ.ই.মিঃ মিকাইল হেমানিতি উইন্থার (H.E Mr.Mikael Hemniti Winther), প্রকল্পের প্রধান উপদেষ্টা মিঃ হেনরি সিহ, সিনিয়র প্রোগ্রাম অফিসার মিঃ পিটরি বখ্ জেনসন (Mr. Peter Bogh Jensen), সিনিয়র উপদেষ্টা ড. আরিফুর রহমান সিদ্দিকী , প্রকল্প পরিচালক ড. আবু ওয়ালা রাগিব হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুর রহমান ও রাজশাহীর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল।
ডেনমার্কের রাষ্ট্রদুত এইচ.ই.মিঃ মিকাইল হেমানিতি উইন্থার (H.E Mr.Mikael Hemniti Winther)। তিনি জানতে চান যে কৃষক মাঠ স্কুল করে কি উপকার পেয়েছেন। জবাবে সদস্য মুরশিদা বেগম বলেন কৃষক মাঠ স্কুলে প্রশিক্ষণ গ্রহণের আগে তারা অনেক কিছুই জানতেন না । বসতবাড়ীর আশে-পাশে সারা বছরব্যাপী ফল ও শাক-সবজী উৎপাদন ,গরু পালন তথা মোটা তাজা করণ,গাভী পালন,উন্নত পদ্ধতিতে হাঁস-মুরগী পালন, ছাগল পালন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলেছেন । আরেক সদস্য মোঃ হাসেম আলী বলেন উল্লেখিত বিষয়গুলো ছাড়াও গরু পালন ব্যবস্থাপণা, মাছ চাষ ব্যবস্থাপণা,সমন্তি ধান চাষ ব্যবস্থাপণা, ফল গাছ ব্যবস্থাপণা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে এবং বাস্তবে নিজেদের জীবনে প্রয়োগ করে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করেছেন । প্রশিক্ষণণব্ধ জ্ঞান স্বামী –স্ত্রী উভয়ে মিলে নিজেদের সাংসারিক জীবনে প্রয়োগের মাধ্যমে উন্নতি সাধন করেছেন । সংসারের ব্যয় নির্বাহ, সন্তানের লেখা-পড়ার খরচ চালানো খুব সহজ হয়েছে । সন্তান ও পরিবার-পরিজন নিয়ে তারা বর্তমানে অনেক সুখী । স্বনির্ভর,স্বচ্ছল, ও সুন্দর জীবন-যাপন এবং পুষ্টি সমৃদ্ধ খাবার সংগ্রহ ও পরিবেশনে কৃষক মাঠ স্কুলে কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ দানের জন্য কৃষক সহায়তাকারি (এফ এফ) ছাড়াও এ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল আইএফএমসি’র কর্মকর্তাগনের ভুঁয়শী প্রশংসা করেন । তারা আইএফএমসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ জানান । ডেনমার্কের রাষ্ট্রদুত কথাগুলি শুনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাঠ স্কুলের সদস্যসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
পরে রাষ্ট্রদূত কৃষক মাঠ স্কুলের সদস্য আহসান আলীর পুকুরে উন্নত পদ্ধতিতে মাছ চাষ, আয়েশা বেগমের বাড়ীতে উন্নত পদ্ধতিতে মুরগী পালন, হাসিনা বেগমের বাড়ীতে গরু পালন ব্যবস্থাপণা,ফল গাছ ব্যবস্থাপণা,বিলকিস বেগমের বসত বাড়ীতে ফল ও শাক-সবজি চাষ ব্যবস্থাপণা সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং সন্তোষ প্রকাশ করেন ।
অনুষ্ঠানে অতিথি বৃন্দকে রাজশাহী জেলার এ প্রত্যন্ত অঞ্চলে কষ্ট করে কৃষক মাঠ স্কুলের কার্যক্রম সরেজমিন পরিদর্শনের জন্য ডেনমার্কের রাষ্ট্রদুতকে শুভেচ্ছাসহ কৃতজ্ঞতা জানান রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত-পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুর রহমান ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী অঞ্চলের আইএফএমসি’র কো-অর্ডিনেটর মোঃ হাবিবুল হক।
অনুষ্ঠানে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক, ঢাকাস্থ উর্দ্ধতন কর্মকর্তবৃন্দ, আই এফ এম সির কর্মকর্তাবৃন্দ,কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি এ আই সি ও মোঃ শফিকুল ইসলাম,সংম্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৬০০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।